বাংলাদেশের রাজধানী ঢাকার পানি সরবরাহ এবং পয়নিস্কাশন কর্তৃপক্ষ বা ওয়াসা'র সরবরাহকৃত পানি শহরের ৫৭টি এলাকায় দূষিত বলে সংস্থাটি আদালতে প্রতিবেদন দাখিল করেছে।
রাজধানীতে ওয়াসা'র সরবরাহ করা পানি পরীক্ষার প্রতিবেদন অনেক আগে জমা দেয়ার কথা থাকলেও সংস্থাটি তা ৬ মাসের মধ্যেও দিতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সোমবার অসন্তোষ প্রকাশ করে ১৫ই মের মধ্যে তা জমা দেয়ার নির্দেশ দেয়। তবে ওয়াসা বেধে দেয়া সময়সীমা শেষ হওয়ার একদিন পর বৃহস্পতিবার প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছে।
তবে প্রতিবেদন জমা দেয়ার আগে সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম খান তাঁর সংস্থার পানি শতভাগ বিশুদ্ধ বলে দাবি করেন। হাইকোর্টে ওয়াসার পানির মান নিয়ে রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ প্রতিবেদন দাখিলের প্রতিক্রিয়ায় বলেন এখন ব্যবস্থাপনা পরিচালকের দেয়া বক্তব্য যে সঠিক ছিল না তা প্রমাণিত হল।
গত বছর বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহ পেলেও ৮০ ভাগ বাড়ীতে সরবরাহকৃত পানিতে ই কোলাই সংক্রামণ পাওয়া গেছে।