অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত


কলকাতায় গতকাল শুক্রবার গভীর রাতে লাউডন স্ট্রিটের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত জাগুয়ার চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আরসালান পারভেজ। তার বয়স ২২ বছর। এই গাড়ি দুর্ঘটনায় যে দু'জন নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে। নিহত দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ২ জন হলেন, কাজী মহম্মদ মইনুল আলম(৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া(২৮)। মইনুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। চাকরি করতেন গ্রামীন ফোনে। অন্যদিকে, তানিয়া ছিলেন বাংলাদেশে সিটি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে। চোখের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন মইনুল। তাদের সঙ্গে ছিলেন মইনুলের বন্ধু জিয়াদ।

জিয়াদ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেপরোয়া গাতিতে এসে জাগুয়ারটি মার্সিডিজে ধাক্কা মারে। সেটি এসে পড়ে তানিয়াদের ওপরে। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার এসএসকেএম হাসপাতাল অর্থাৎ, পিজিতে ময়নাতদন্ত হবে মইনুল ও তানিয়ার। তারপর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে তা যাবে ঝিনাইদহে।

দুর্ঘটনা সম্পর্কে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ বসিরউদ্দিন বলেছেন, নিহত দু'জনে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন বা ফুটপাত ধরে যাচ্ছিলেন। এই সময় একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। সেই গাড়িটিই ওদের ওপরে এসে পড়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG