বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর প্রবাসী আয়ের প্রবাহে ২০১৫ ও ২০১৬ সালে বড় ধরণের ধ্বস দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
অভিবাসন ও উন্নয়ন-বিষয়ক হালনাগাদ তথ্য নিয়ে সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়েছে, এমন অবস্থা গত তিন দশকে আর দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয় অন্যতম শীর্ষ রেমিটেন্সগ্রহীতা দেশগুলোর মধ্যে গত বছর বাংলাদেশের প্রবাসী আয় ১১ দশমিক ১ শতাংশ কমেছে।
তবে বিশ্ব ব্যাংকের পূর্বাভাষে বলা হয়েছে ২০১৭ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ২ দশমিক ৪ শতাংশ হারে বাড়তে পারে।
বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী ২০১৬ সালে উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ হাজার ৯০০ কোটি ডলারে নেমেছে। ২০১৫ সালে এই দেশগুলোর রেমিটেন্স আয় ছিল ৪৪ হাজার কোটি ডলার।
বিশ্ব ব্যাংকের মতে তেলের দরপতন ও দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দক্ষিণ ও মধ্য এশিয়ার এবং আফ্রিকার দেশগুলোর প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।