অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠিত নৈশভোজে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকে সাড়া দিয়ে আগামী সাতই এপ্রিল দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসংগত বলা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্ণভোজে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফরের পক্ষ থেকে এমনটাই জানা গেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করেছে রাষ্ট্রপতি ভবনও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আগামী সাতই এপ্রিল চারদিনের সফরে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে সরকারী সূত্রের খবর। সই হতে পারে একাধিক চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরে, এমনটাই মনে করছেন দেশের তথ্যভিজ্ঞ মহল। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG