শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদশ সরকারের একটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সহ ৪ জন।
রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে হাজির হয়ে ড. ইউনূস এবং ওই প্রতিষ্ঠানটির অপর তিন জন কর্মকর্তা জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। গত ৫ই জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে ড. ইউনূস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। মামলা দায়েরের পর ড. ইউনূস এবং তাঁর প্রতিষ্ঠানের তিন জন কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল আদালত।
এর আগে গ্রামীণ কমিউনিকেশনসে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করার কারনে প্রতিষ্ঠানটির ৩ কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগে বরখাস্ত হওয়া কর্মচারীরা গত বছরের মাঝামাঝি একই আদালতে ড. ইউনূস সহ ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে ৩ টি পৃথক মামলা দায়ের করে। ওই মামলাসমুহেও আদালত ইতিপূর্বে তাঁদের জামিন দিয়েছে।