অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে বাংলাদেশ


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে বাংলাদেশ।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক সতর্কতা জারির প্রেক্ষাপটে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে তিনি বলেন চিনা নাগরিকরা তাদের ফিটনেস সংক্রান্ত একটি মেডিকেল সার্টিফিকেটসহ চীনে বাংলাদেশ মিশনে ভিসার জন্য নিয়মমাফিক আবেদন করতে পারবেন। আব্দুল মোমেন বলেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতকে বলা হয়েছে বৈশ্বিক জরুরি অবস্থা থাকাকালে বিশেষ করে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে থাকা কোন চীনা নাগরিক যেন ছুটিতে দেশে না যান এবং বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টের জন্য চীন থেকে নতুন করে যেন কোনও লোককে না আনা হয়।

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনা অব্যাহত থাকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে বলেন বাংলাদেশ এর একটি যৌক্তিক সমাধান আশা করছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00



XS
SM
MD
LG