অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের ওপর নিষেধাজ্ঞা


বাংলাদেশের একটি উচ্চ আদালত সীসা ও অ্যান্টিবায়োটিকসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির সবগুলোর পাস্তুরিত দুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

হাই কোর্টের দুই সদস্যের একটি ডিভিশন বেঞ্চ রোববার ওই ১৪ টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ এবং কেনা বা খাওয়া ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাজারে থাকা পাস্তুরিত দুধ চারটি গবেষণা প্রতিষ্ঠানকে দিয়ে পরীক্ষা করার পর সেই প্রতিবেদন হাই কোর্টে জমা পড়ালে তার ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। আদালতের আদেশের পর বিএসটিআইয়ের আইনজীবী বলেন।

এছাড়া রাষ্ট্রায়ত্ত মিল্কভিটা এবং ব্যক্তি খাতের প্রাণ, আড়ং সহ এই ১৪ টি কোম্পানির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG