অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের আসাম রাজ্যের এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষকে নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই


ভারতের আসাম রাজ্যে ঘোষিত চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি দেশটির আভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে বাংলাদেশের কোন প্রতিক্রিয়া জানানোর কোন অবকাশ নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।

রোববার ঢাকার অদূরে কাশিমপুরে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায় নাই । তিনি বলেন যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন এবং ওই সময় ভারত থেকে যেমন এখানে এসেছে তেমনি এখান থেকেও ওখানে গেছে। এ বিষয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনও কারণ নাই বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের আসাম রাজ্যের এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।

তিনি বলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুস্পষ্টভাবে জানিয়েছেন এটি পুরোপুরি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এবং এজন্য বাংলাদেশের কোনও সমস্যা হবে না।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG