অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিজেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেঃ ড. মিজানুর রহমান


মিয়ানমার সেনাবাহিনির নির্যাতনের হাত থেকে বাচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া ছাড়াও এসডিজির সূচকগুলো অর্জন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা।

শুক্রবার ঢাকায় কক্সবাজার ফোরাম আয়োজিত রোহিঙ্গা সংকটের ওপর এক আলোচনায় বক্তারা এমন মন্তব্য করে এ সংকট দূর করতে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন রোহিঙ্গা সংকটের কারনে বাংলাদেশ নিজেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। তিনি অভিযোগ করেন রোহিঙ্গাদের ভোটার করা এবং তাঁদের জমি কিনে দেয়ার মত সমস্যাগুলো তৈরির জন্য স্থানীয়রাই দায়ী।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন রোহিঙ্গাদের কারনে বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে সেটি বিশ্বের কাছে তুলে ধরতে হবে। তাদের কারণে স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন ।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG