অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সোমবার উদযাপিত হবে ঈদ উল আজহা


বাংলাদেশে আগামীকাল সোমবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ।

ঈদ উল আজহা উদযাপনের জন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের সর্বত্রই কোরবানির পশুর হাটে এবং দোকান পাটে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। আগামীকাল সকালে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে দেশের সকল ইদ্গাহ, মসজিদ এবং ময়দানে। ঢাকাসহ দেশের শহরগুলোতে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারনের জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ দেশের সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে । গ্রামের বাড়ীতে স্বজনদের সাথে ঈদ করতে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই শহর বন্দর গঞ্জ ছেড়েছেন। তবে এবার সড়কপথে ব্যাপক যানজট ও রেল পথে শিডিউল বিপর্যয়ের কারনে ঈদের ঘরমুখি মানুষকে পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি। ঈদকে ঘিরে ঢাকাসহ সারা দেশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থ।

এদিকে, দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে রোববার ঈদ উদযাপিত হয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ বাংলাদেশে আগামীকাল সোমবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদের বিভিন্ন দিক নিয়ে ভয়েস অব অ্যামেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুর

রশিদ । তাঁকে প্রশ্ন ছিল প্রতিবছর জিল হজ মাসের ১০ তারিখে বাংলাদেশে উদযাপিত হয় মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা । এ উৎসব মুসলমানদের জন্য কি বার্তা বহন করে । (Actuality)। অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশিদ কোরবানির ঈদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলকে হিংসা, দ্বেষ এবং সহিংসতা-হানাহানির ও সকল অন্যায়ের ঊর্ধ্বে উঠে ইসলামের ন্যায় ও শান্তির পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG