কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুসরণ করে প্রথম শ্রেণীর বন্দী হিসেবে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষকে রোববার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। রোববার অপরাহ্নে ওই নির্দেশনামা কারাগারে পৌছেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কারাগারে নেয়ার পর থেকে রোববার অপরাহ্ন পর্যন্ত খালেদা জিয়াকে সাধারণ বন্দী হিসেবেই রাখা হয়। রোববার পূর্বাহ্নে আইজি প্রিজন ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন।
এদিকে, বিএনপি দলের প্রধান বেগম খালেদা জিয়ার জামিন এবং কারাদন্ডাদেশের বিরুদ্ধে দুই একদিনের মধ্যে হাইকোর্টে আবেদন জানাবে বলে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন দলের ঊর্ধ্বতন নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। গত কয়েকদিনে কমপক্ষে ৪ হাজার তিনশ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে।