অ্যাকসেসিবিলিটি লিংক

কারাবন্দী খালেদার অসুস্থতায় উদ্বিগ্ন ফখরুল


খালেদা অসুস্থ উদ্বেগ বিএনপির কারাবন্দি খালেদা জিয়া অসুস্থ। বুধবার তাকে আদালতে হাজির করা হয়নি। বৃহস্পতিবারও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নির্ধারিত সাক্ষাতকার বাতিল করা হয়। শুক্রবার বিএনপির তরফে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন আমরা তার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠিত। তার দ্রুত চিকিৎসা জরুরি। এ কারণে তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা করার দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়েছে। ন্যূনতম সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে না। সুচিকিৎসা থেকেও তিনি বঞ্চিত। তিনি অবিলম্বে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সুস্পষ্ট সংবাদ দাবি করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে নির্জন কারাগারে রেখে সরকার মানসিক নির্যাতন করছে। তাকে যে পরিবেশে রাখা হয়েছে তাতে স্বাস্থ্যের আরো অবনতি আশঙ্কা করছি আমরা। খালেদা জিয়া আগে যে চিকিৎসাগুলো নিয়েছেন, তা বিদেশে নিয়েছেন। এর ফলোআপ করাটা জরুরি। খালেদা জিয়ার খাবারটাও যথাযথ পরীক্ষা করে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলটির এই মহাসচিব।

ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়া অসুস্থ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG