অ্যাকসেসিবিলিটি লিংক

বিটিআরসি বাংলাদেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যম বন্ধ করার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে


বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার যে নির্দেশ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রোববার দিয়েছিল তা সংস্থাটি সোমবার তুলে নিয়েছে। রোববার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজিকে ওই ৫৮ টি নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করার জন্য চিঠি দিয়েছিল বিটিআরসি। নির্দেশ পাওয়ার পর রোববার রাত থেকেই তা কার্যকর করা শুরু হয়েছিল। তবে সোমবার বিটিআরসির নির্দেশ পাওয়ার পর বন্ধ করে দেয়া নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট খুলে দেয়ার কাজ শুরু হয়েছে বলে ইন্টারনেট প্রভাইডাররা জানিয়েছে।

তবে কি কারণে বিটিআরসি এসকল গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছিল তা জানা যায় নাই। যে সকল নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রিয় ডট কম, রাইজিং বিডি ডট কম, জাস্টনিউজ বিডি ডট কম, শীর্ষ নিউজ ২৪ ডট কম, বিডি পলিটিকো ডট কম, বিএনপি নিউজ ২৪ ডট কম, ঢাকা টাইমস ২৪ ডট কম এবং প্রথম বাংলাদেশ ডট নেট ।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG