অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে


ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এ বছর ব্যাপক আকারে ডেঙ্গু শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪,৬৬৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংখ্যা গত বছর ছিল ১০,১৪৮ জন। এ পর্যন্ত ২৫,৮৭২ জন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন- যার মধ্যে ৫১৪০ জনই ঢাকায়। তবে ডেঙ্গু রোগে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। অনেকেই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ দিনে একটি শিশুসহ ৩ জন মারা গেছেন। সরকারি তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে সংবাদ মাধ্যমের তথ্যমতে এ সংখ্যা ১১৫ জনেরও বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করেছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনামা জারি করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG