অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙামাটির বিশাল এলাকায় চলছে উদ্ধার অভিযান এবং সড়কের পুনঃসংযোগ স্থাপনের কাজ


থেমে থেমে ভারি বর্ষণের মধ্যেই পাহাড়ি ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিশাল এলাকায় চলছে উদ্ধার অভিযান এবং সড়কের পুনঃসংযোগ স্থাপনের কাজ। শুক্রবার রাঙামাটির উদ্ধার অভিযানে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা রাঙামাটি জেলায় দাড়িয়েছে ১০৯ জনে; আর ৫ জেলায় ১৫৫ জন। ভারি বর্ষণে পার্বত্য অঞ্চলে ফের পাহাড় ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার তাগিদ দেয়া হচ্ছে।
রাঙামাটির মানবিক বিপর্যয়ের মাত্রা আরও বেড়েছে। সড়ক যোগাযোগ নির্ভর এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জ্বালানি তেল মিলছেই না; নিত্যপণ্যের দামও যেমন বাড়ছে, তেমনি প্রাপ্যতার অভাবও দেখা দিয়েছে। কর্মরত সেনা কর্মকর্তারা জানান, সড়ক পথে একটি স্থানের ১০০ মিটার সড়কে ৩০ ফুট গভীর গর্তসহ ১৪৩টি স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন, জীবনের ঝুকি নিয়ে তারা চলাচল করছেন। রাঙামাটির সাথে মূল সড়ক সংযোগ অর্থাৎ চট্টগ্রাম ও খাগড়াছড়ির পুনঃযোগাযোগ স্থাপনে সপ্তাহ খানেকের বেশি সময় লাগবে বলে কর্মকর্তারা বলছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG