অ্যাকসেসিবিলিটি লিংক

কোরবানীর পশুর চামড়া কেনা নিয়ে দ্বিধা-দ্বন্ধে চামড়া চট্টগ্রামের ব্যবসায়ীরা


কোরবানী পশুর চামড়া কেনা নিয়ে দ্বিধা-দ্বন্ধে পড়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চামড়ার বাজার মন্দা হওয়ায় এ ক্ষেত্রে সরকারী সহায়তা চান ট্যানারী মালিকরা। চট্টগ্রাম থেকে বিস্তারীত সংবাদদাতা হাসান ফেরদৌস।

প্রাণী সম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী এ বছর চট্টগ্রামে কোরবানী পশুর চাহিদা প্রায় সাড়ে ছয় লাখ। পশুর কাঁচা চামড়া সংরক্ষণের পর সেসব চামড়া স্থানীয় ভাবে সংরক্ষণ করে থাকে আড়ৎদাররা। এক সময় চট্টগ্রামে পশুর চামড়া সংরক্ষন ও পরিশোধন করা হতো ২২টি ট্যানারীর মাধ্যমে। এর মধ্যে নানা কারনে বন্ধ হয়ে গেছে ২১ট্যানারী। অবশিষ্ট থাকা একটি ট্যানারী চামড়া প্রক্রিয়াজাত করণ অব্যহত রাখলেও সেটিও এখন নানা সংকটে।

পর্যাপ্ত ট্যানারী না থাকায় এবারের কোরবানী পশুর কাঁচা চামড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবাসয়ীরা। এদিকে চামড়া বাজার মন্দা হওয়া কোরবানী পশুর চামড়ার কেনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান ট্যানারী মালিকরা। বৈদেশিক মুদ্রা অর্জণকারী বাংলাদেশের গুরুত্বপুর্ণ এই চামড়া শিল্পকে বাঁচাতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলছেন মাঠ পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা। ##

please wait

No media source currently available

0:00 0:01:56 0:00

XS
SM
MD
LG