বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের শান্তিপূর্ণ পরিবেশে পূর্ণ নিরাপত্তা এবং সন্মানের সাথে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ।
শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক ব্রুনাই সফরের ওপর এক সংবাদ সম্মেলনে এমন আহবান জানিয়ে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে রাখাইনে রোহিঙ্গারা ফেরত গিয়ে যাতে তারা তাঁদের বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা এবং চিকিৎসার সুযোগ পান তার ব্যবস্থা করা । এমন ব্যবস্থা করলে তখনই কেবল রোহিঙ্গারা দেশে ফিরতে আগ্রহী হবেন বলে তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন চীন, রাশিয়া, জাপান এবং ভারত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার বিরুদ্ধে নয়
সম্প্রতি শ্রীলংকা এবং নিউজিল্যান্ড জঙ্গি এবং সন্ত্রাসি হামলার ঘটনা সমূহ বাংলাদেশের জন্যও উদ্বেগের কারণ বলে উল্লেখ করে তিনি বলেন বৈশ্বিক এ সমস্যাকে রুখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন বিএনপি নেতা জাহিদুর রাহমানের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়ে সরকারে পক্ষ থেকে কোন চাপ ছিল না।