অ্যাকসেসিবিলিটি লিংক

সাপ্তাহিক খেলার খবর


Bangladesh Pakistan Cricket
Bangladesh Pakistan Cricket

বিশ্বকাপ শুরু হবার আগে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে হতে পারেনি। স্থানীয় সময় দুইটায় ঘোষণা দেওয়া হয়, ম্যাচ পরিত্যক্ত। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে নিউ জিল্যান্ডের কাছে। অপর প্রস্তুতি ম্যাচে ইংল্যাণ্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সাউথ্যাম্পটনে ১২ রানে জিতেছে অ্যারন ফিঞ্চের দল। ২৯৭ রান তাড়ায় তিন বল থাকতে ২৮৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।

ওদিকে ফুটবল জগতে মেসির দল বার্সেলোনা কোপা দেল রে-র ফাইনালে পরাজিত হয়েছে ভ্যালেন্সিয়ার কাছে। স্পেনের সেভিয়ায় শনিবার রাতে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ভালেন্সিয়া ফাইনাল জিতেছে ২-১ ব্যবধানে। শেষ দিকে লিওনেল মেসি ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন হলো ভালেন্সিয়া। আগের সাত শিরোপার সবশেষটি তারা জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে।

ফ্রেঞ্চ ওপেন টেনিসে প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছেন রজার ফেডেরার। হেরে গেছেন অ্যাঞ্জেলিক কার্বার।

এসব নিয়ে আজকের খেলার খবর পরিবেশন করেছেন আহসানুল হক। ঢাকা থেকে যোগ দেন দিলু খন্দকার।

please wait

No media source currently available

0:00 0:10:07 0:00

XS
SM
MD
LG