অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারাডাইস পেপারসে বুধবার প্রকাশিত তালিকায় রয়েছে নতুন ২০ জন বাংলাদেশীর নাম


প্যারাডাইস পেপারসে এবার ২০ জন বাংলাদেশীর নাম এসেছে। চার মাস আগে এসেছিল ১০ জনের নাম। ট্যাক্স ফাঁকি দিতে মাল্টার বিভিন্ন কোম্পানিতে এই বাংলাদেশীরা অর্থ বিনিয়োগ করেছিলেন। অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস এই তথ্য ফাঁস করেছে। যে ২০ জন বাংলাদেশীর নাম এসেছে এর মধ্যে একমাত্র স্বঘোষিত ধনকুবের ড. মুসা বিন শমসেরের নাম ছাড়া উল্লেখযোগ্য কেউ নেই। যদিও বাকি সবার পরিচয় দেয়া হয়েছে ব্যবসায়ী হিসেবে। রিপোর্টে তাদের নাম-ঠিকানা ও ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে। এর আগের তালিকায় ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম এসেছিল। এবার কর ফাঁকির তালিকায় উঠে এসেছে বিশ্বের ১ লাখ ১০ হাজার ব্যক্তি ও ৮৫ হাজার প্রতিষ্ঠানের নাম। দু’দফায় মোট ৭ লাখ ৮৫ হাজার প্রতিষ্ঠান ও ১৩ লাখ ২০ হাজার ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে এলো। ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি খতিয়ে দেখছে। এনবিআর-এর একজন কর্মকর্তা বলেন, এটা সরাসরি মানি লন্ডারিং।

উল্লেখ্য, এর আগে পানামা পেপারস ফাঁস হওয়ার জের ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদ হারান। তখনই বেরিয়ে আসতে থাকে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন বিনিয়োগের তথ্য। এরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG