অ্যাকসেসিবিলিটি লিংক

চাকরি চ্যুত করার অভিযোগে দায়ের করা তিন মামলায় জামিন পেয়েছেন ড. মোহাম্মদ ইউনুস


গ্রামীণ কমিউনিকেশনস থেকে তিনজনকে চাকরি চ্যুত করার অভিযোগে দায়ের করা তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস।

রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করার পর ড. ইউনুসের আইনজীবী ওই তিন মামলায় তার জামিনের আবেদন করলে শ্রম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভিন তার জামিন মঞ্জুর করেন । এর আগে শ্রম আদালতে করা ওই তিন মামলায় গ্রামীণ কমিউনিকেশনস এর চেয়ারম্যান ড. ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালত গত ৯ই অক্টোবর গ্রেফতারীর পরোয়ানা জারি করে। তবে তাঁর ভাই মুহম্মদ ইব্রাহীমের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ড. ইউনুসকে ৭ ই নভেম্বরের মধ্যে শ্রম আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল ।

আদালত গ্রামীণ কমিউনিকেশনস থেকে চাকরি চ্যুতির আরও দুইটি মামলায় ড. ইউনুসকে আগাম জামিন প্রদান করেছে। এছাড়া আদালত আগামীতে তাঁকে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ারও অনুমতি প্রদান করে। তবে বিচারক অভিযোগ গঠন শুনানির দিন ড.ইউনুসকে অবশ্যই আদালতে হাজির থাকতে বলেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG