খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির পুরনো বিতর্ক নতুন করে চাঙ্গা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার পথে শনিবার বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ফেনীর ফতেহপুর পৌঁছালে একদল লোক হামলা চালায়। এতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। ভাংচুর করা হয় ২০ থেকে ২৫টি গাড়ি। এরপর থেকেই রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বলছে, এটা সাজানো নাটক। নিজেরা গাড়িতে হামলা চালিয়ে খালি খালি সরকারকে দোষারোপ করছে। আর বিএনপি বলছে দোষারোপের কিছু নেই। দালিলিক প্রমাণ রয়েছে, কারা এই হামলা করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নিয়ে বিতর্ক করে লাভ নেই। এদের গ্রেপ্তার করুন।
এই বিতর্কের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাকে প্রধানমন্ত্রী জানিয়েছেনÑ বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সব সুযোগ-সুবিধাই পাবেন।
ওদিকে অল্প আগে বেগম জিয়া কক্সবাজার পৌঁছেছেন। দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওয়ানা দেন। পথে পথে বিএনপির তরফে ছিল ব্যাপক শোডাউন। কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।