অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারকে তাগিদ


রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গঠিত বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র দফতর শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মিয়ানমারকে তাগিদ দেয়া হয়েছে। বৈঠকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে আরোপিত আইনি এবং প্রশাসনিক সব বাধা দূরীকরণ, বিশেষ করে অবাদে চলাচল, নিরাপত্তা নিশ্চিত করার মতো ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেয়া হয়েছে। প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের কক্সবাজার এলাকা পরিদর্শন ও সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষজনের সাথে আলাপ-আলোচনার জন্যও বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG