অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা বিপজ্জনক অবস্থায় রয়েছে: সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান


বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন দেশের আর্থিক ব্যবস্থাপনা বিপজ্জনক অবস্থায় রয়েছে।

রোববার ঢাকায় সিপিডি আয়োজিত বাজেট-বিষয়ক সংলাপে বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন স্বল্পমেয়াদী আমানতের ওপর নির্ভরশীল বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে। এর ফলে স্বল্পমেয়াদী আমানতদারীদের জন্য ঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

সংলাপে অন্যান্য বক্তারা এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঋণের প্রাপ্যতা এবং বিনিয়োগের সুরক্ষার জন্য আর্থিক খাতের কাঠামোগত সংস্কার ওপর জোর দিয়েছেন এবং খেলাপি ঋণ সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। ব্যাংক নিয়ে যে দুর্ভাবনা আছে, তা ঠিক করতে দুই মাসই যথেষ্ট বলে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল উল্লেখ করেন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন দেশ থেকে বছরে ৮ থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে।ব্যাংকিং খাতে তারল্য সংকট দূর করতে এগুলো বন্ধ করার দাবী জানান তিনি।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG