জুন মাসের ৩০ তারিখে সমাপ্ত হতে যাওয়া ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক-এর এক প্রতিবেদনে জানান হয়েছে।
রোববার ঢাকা সহ বিশ্বব্যাপী প্রকাশিত বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ রিপোর্টে দাবি করা হয়েছে এই অর্থ বছরে নিম্নমুখী রেমিটেন্স প্রবাহ, অভ্যন্তরীণ কম চাহিদা এবং শিল্প উৎপাদনের নিম্ন
প্রবৃদ্ধি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলার কারনে এমনটা হতে যাচ্ছে।
বাংলাদেশ সরকার অবশ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেছে চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি দাড়াবে ৭.২৪ শতাংশ। ২০১৫-১৬ অর্থ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ৭ শতাংশের ওপর।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৭.৪ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করলেও তিনি অবশ্য নিজেই একে উচ্চাভিলাষী বলেছেন। বিশ্বব্যাংক তার রিপোর্টে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৃষি ও সেবা খাতকে মূল কৃতিত্ব দিয়েছে।