পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়ে ভারতের করা রেকর্ড ভেঙে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম লিখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি।
সোমবার গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতির কথা জানায় বলে ডিএসসিসি এর জনসংযোগ বিভাগ থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। চলতি বছরের ১৩ এপ্রিল এক পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে ডিএসসিসি এবং বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার।
গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেব ৭ হাজার ২১ জন মানুষ। এর আগে ভারতের বরোদা শহরে ৫ হাজার ২৬ জনকে নিয়ে রাস্তা পরিষ্কারের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার একটি রেকর্ড রয়েছে।