মিয়ানমারের পুনর্বাসন বিষয়ক মন্ত্রী থেইন শয়ে মিয়ানমার টাইমসসহ মিয়ানমারের সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা দিনে ১৫০ জন রোহিঙ্গাকে গ্রহণ করবেন এবং সপ্তাহে ৫ দিন এই কার্যক্রম চলবে। তবে ঢাকায় পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার প্রথম পর্যায়ে প্রতিদিন ৩শ জন করে এবং সপ্তাহে ১৫০০ জন রোহিঙ্গাকে গ্রহণ করবে। তবে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব, যিনি মিয়ানমারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন, তিনি বৈঠকের বিস্তারিত জানিয়ে ঢাকায় সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার রেডক্রসের সাহায্য নিতে রাজি হলেও জাতিসংঘের সম্পৃক্ততায় এখনো রাজি নয়। বৈঠকে উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে পররাষ্ট্র সচিব শহীদুল হক ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।