জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। বৃহস্পতিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ওই কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রযুক্তি জানার পাশাপাশি আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানতে উপস্থিত শিক্ষার্থীদের উপদেশ দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি, ফোকলোরবিদ বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।
এসময় অতিথিবৃন্দ কলেজের গ্রন্থগার ভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।