অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিস নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছেন


বাংলাদেশের প্রভাবশালী দৈনিক প্রথম আলো সোমবার এক সম্পাদকীয়তে বলেছে, পোপ ফ্রান্সিসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে তার বক্তব্য প্রভাব রাখবে। বাংলাদেশ সফরকালে পোপ ফ্রান্সিস ধর্মনেতা সুলভ ভাষায় বলেছেন, তিনি নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছেন। প্রথম আলো সম্পাদকীয়তে বলেছে, এ থেকে আমরা ধরে নিতে পারি যে, তার দৃষ্টিতে রোহিঙ্গা সংকটের গুরুত্ব যথাযথভাবে স্পষ্ট হয়েছে। এখন এই সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের উপর জোরালো তাগিদ দেয়াই প্রত্যাশিত।
এদিকে, ঢাকায় বিশ্লেষকদের মাঝে পোপের সফরের কারণে রোহিঙ্গা সংকটের ব্যাপারে আন্তর্জাতিক প্রভাব সৃষ্টিতে কতোটা ভূমিকা রাখবে এ নিয়ে নানা আলোচনা রয়েছে। ভয়েস অফ আমেরিকার জন্য এ বিষয়ে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবরার চৌধুরী এবং বিশ্লেষক আসিফ মুনীর।

please wait

No media source currently available

0:00 0:05:09 0:00

XS
SM
MD
LG