অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের টাঙ্গাইল জেলার মুধুপুরে রূপাকে চলন্ত বাসে ধর্ষণের রায় দিয়েছে আদালত


বাংলাদেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইল জেলার মুধুপুরে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণ এবং হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড এবং অপর এক জনকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আদালত মাত্র ছয় মাসের মধ্যে বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর এ মামলার রায়ে ঘোষণা করল ।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আবুল মনসুর মিয়া সোমবার এ রায় ঘোষণা করেন। এ সময় ওই মামলার ৫ আসামী মৃত্যুদণ্ড প্রাপ্ত বাস চালক হাবীব মিয়া এবং হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত বাসের সুপারভাইজার সফর আলী আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, রূপার স্বজনেরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে রায়ের ধ্রুত বাস্তবায়নের দাবি করেছেন। স্থানিয় মানবাধিকার কর্মী মাহমুদা শেলি সাংবাদিকদের কাছে এই রায়েকে দৃষ্টান্তমূলক শাস্তির একটি উদাহরন হিসেবে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতেরে রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ধর্ষণ, হত্যা করে কেউ পার পাবেনা।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG