অ্যাকসেসিবিলিটি লিংক

জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেলেন আইনজীবীরা


জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-যাতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে-তার রায়ের অনুলিপি বা সার্টিফায়েড কপি সোমবার হাতে পেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। অপরাহ্ণে ৬৩২ পৃষ্ঠার রায়ের যে অনুলিপি দেয়া হয়েছে তা ১১৭৪ পৃষ্ঠার। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন তারা মঙ্গলবারই খালেদা জিয়ার জামিন আবেদন এবং নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করতে চেষ্টা করবেন।

ওই রায় দেয়া হয়েছিল ৮ ফেব্রুয়ারি এবং ওই দিনই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, প্রধান নির্বাচ কমিশনার একেএম নূরুল হুদা প্রধান বিচারপতির সাথে সাক্ষাত শেষে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না সে বিষয়ে তারা উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেবেন।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট

XS
SM
MD
LG