অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুত বিস্ফোরণের তদন্ত থমকে থাকায় উদ্বেগ


Beirut Holiday Season
Beirut Holiday Season

বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে গত আগস্ট মাসে বৈরুত বন্দরে যে বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ হয়েছিল, সেই বিস্ফোরণ সম্পর্কে তদন্ত এখন থমকে গেছে। এর কারণ হচ্ছে অতীতেও যেমন, বড় বড় অপরাধের সত্য উদঘাটনে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক এবং স্বীকারোক্তির বৈরিতা, এবারও তাই হয়েছে।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক উপদলগুলো, যারা কয়েক দশক ধরে ক্ষমতায় রয়েছে, তাদের প্রচন্ড প্রভাব রয়েছে আদালতগুলোর উপর এবং অভিযোগ হচ্ছে যে, তারা সব রকম জবাবদিহিতা রুদ্ধ করে রেখেছে। রাজনৈতিক নেতারা তদন্তকারী বিচারকদের বিষয়ে প্রকাশ্যেই সমালোচনা করছেন। এই ঘটনায় ২১১ জন প্রাণ হারিয়েছিলেন সেই সব পরিবারের অনেক সদস্যই আজ বিচারকের বাড়িতে সমবেত হন, এবং তাঁকে তদন্ত চালিয়ে যেতে বলেন তবে অনেকই আশংকা করছেন যে, তিনি চাপের কাছে নতি স্বীকার করেছেন। পরমাণু বিস্ফোরণ বাদে এটি ছিল সবচেয়ে বড় বিস্ফোরণ। এই ঘটনার তদন্তের বিষয়ে কর্তৃপক্ষের প্রতি অনাস্থা ছিল প্রথম থেকেই।

.

XS
SM
MD
LG