অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের বিস্ফোরণে সহায়তার হাত বাড়িয়েছে বহু দেশ


লেবাননের ঘনিষ্ঠ মিত্র এবং পুরোনো শত্রু সকলেই মঙ্গলবারের এই ব্যাপক বিস্ফোরণের শিকার যাঁরা হয়েছেন তাঁদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। দেশটি কয়েক দশকের মধ্যে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং করোনা কবলিত হয়েছে। উপসাগরীয় রাষ্ট্রগুলোই সবার আগে এগিয়ে এসছে, কাতার সেখানকার চিকিত্সা পরিষেবাকে সহায়তার জন্য সেখানে ফিল্ড হাসপাতাল পাঠানোর কথা বলেছে। কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল সানি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম এক টুইট বার্তায় লিখেছেন, “ আমাদের প্রিয় লেবাননের জনগণে প্রতি আমাদের গভীর দুঃখ জানাচ্ছি।

কুয়েত বলেছে তারা জরুরি চিকিত্সা সামগ্রী পাঠাচ্ছে। মিশর এই ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আরব লীগের প্রধান এই বিস্ফোরণ সম্পর্কে সত্য উদ্ঘাটনের উপর গুরুত্ব দিয়েছেন। জর্দানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন জর্দান লেবাননের প্রয়োজন অনুযায়ী যে কোন রকম সহায্য দিতে প্রস্তুত আছে। আর ইরানও বলেছে তারা প্রয়োজনীয় সব রকমের সহায়তা প্রদান করতে প্রস্তুত।প্রতিবেশি দেশ ইসরাইলও লেবাননকে মানবিক সাহায্য দেয়ার প্রস্তাব দিয়েছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র , রাশিয়া এবং ফ্রান্স সহায়তা প্রদানের কথা বলেছে।

XS
SM
MD
LG