ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি, প্রাবন্ধিক ও একুশে পদকসহ নানা পুরস্কারে ঘোষিত কবি বেলাল চৌধুরী মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কিডনির জটিলতা, রক্তশূন্যতাসহ নানা রোগে ভুগছিলেন কবি বেলাল চৌধুরী। আর এ কারণে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং মঙ্গলবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কবির মরদেহ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। কবির নামাজের জানাযা এবং দাফন হবে বুধবার। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।