অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশে দুই জন সাংবাদিকের কারাদন্ড


বেলারুশের একটি আদালত দুই জন সাংবাদিককে প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে দু বছরের কারাদন্ড দিয়েছে। পোল্যান্ডের বেলস্যাট টিভির এই দুই জন সাংবাদিক কাতসিয়ারিনা আন্দ্রেইভা এবং দারিয়া চুলসোভাকে নভেম্বরে মিন্সক’এ তাদের আপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। তারা কয়েকদিন আগে নিহত একজন বিক্ষোভকারির হত্যার বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ সরাসরি সম্প্রচার করছিলেন।

এই বিচারের রায় পাবার আগেই আন্দ্রেইভা আদালতকে বলেন, তিনি এমন একটি বেলারুশ গড়ে তোলার জন্য কাজ করে যাবেন, যেখানে রাজনৈতিক দমন নিপীড়ন থাকবে না। সাংবাদিকদের পক্ষের একজন কৌশুলি জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আগস্ট মাসের নির্বাচনের পর সেখানে গণ বিক্ষোভ হয়েছে এবং লুকাশেংকোর বিরোধীরা বলছেন যে, তাঁকে আরেক মেয়াদের জন্য জিতিয়ে দিতে নির্বাচনে কারচুপি হয়েছে। লুকাশেঙ্কো অবশ্য কারচুপির অভিযোগ নাকচ করে দিচ্ছেন। পরবর্তীতে আরও প্রতিবাদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয় যার ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

XS
SM
MD
LG