অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সফরে বেলারুশের বিরোধী দলীয় নেতা


সিভেৎলানা শিখায়নুইস্কায়া
সিভেৎলানা শিখায়নুইস্কায়া

যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম সফরে বেলারুশের বিরোধী নেত্রী, সিভেৎলানা শিখায়নুইস্কায়া আশা ব্যক্ত করেছেন যে তাঁর এই সফর তাঁর দেশের গণতান্ত্রিক সক্রিয়বাদী ও সুশীল সমাজের তৎপরতাকে উজ্জীবিত করবেI

ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন." আমাদের পাশে থাকার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানাচ্ছি I এটা অত্যন্ত প্রয়োজনীয় যখন বেলারুশ সরকার সংবাদ মাধ্যম এবং সকল সংগঠন ধ্বংস করা অব্যাহত রেখেছে , আমাদের জনগণের প্রতি সাহায্য-সহায়তা তাই অতীব গুরুত্বপূর্ণ'I

যুক্তরাষ্ট্রে পৌঁছে তিনি ওয়াশিংটন ডিসির ফ্রিডম প্লাজায় সমর্থকদের আয়োজিত এক সমাবেশে যোগ দেনI তিনি পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস, কংগ্রেসের সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID 'র প্রশাসক সামান্থা পাওয়ার 'র সঙ্গে বৈঠকে মিলিত হবেনI

তিনি বলেন, তাঁর কথায়, "আমরা চাই যুক্তরাষ্ট্র বেলারুশকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবেI অবশ্যই আমার প্রধান উদ্দেশ্য থাকবে বেলারুশ নিয়ে কথা বলার, সেখানকার পরিস্থিতি এবং সেখানকার সরকারের তরফে সহিংসতার তীব্রতা বৃদ্ধি নিয়ে আলোচনা করার"I

XS
SM
MD
LG