রবিবার লক্ষ লক্ষ বেলারুশের জনগণ, বড় বড় শহরগুলিতে বিতর্কিত প্রেসিডেনশিয়াল নির্বাচন ও দীর্ঘকালীন স্বৈরশাসক, আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন I সর্বত্র চোখে পরে শুধু সাদা আর লাল পতাকার সমারোহI জনগণ তাঁর বিরুদ্ধে 'GO AWAY'বা 'তুমি চলে যাও' স্লোগান তুলছিলেনI
রাশিয়ার সংবাদ মাধ্যম, ইন্টারফ্যাক্স জানায়, অন্ততঃ ১০০জনকে আটক করা হয়েছে; তবে স্থানীয় 'ভিয়াসনা' মানবিক অধিকার সংস্থার মতে, সে সংখ্যা আরো বেশি হতে পারেI রয়টার সংবাদ মাধ্যম জানায়, সাদা পোশাক এবং মাস্ক পরিহিত নিরাপত্তা সদস্যরা সামরিক সাঁজোয়া যান ও জল কামান ব্যবহার করে বিক্ষোভ আয়ত্তে আনার চেষ্টা চালায়I