অ্যাকসেসিবিলিটি লিংক

বেলজিয়াম ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ দায়ের করেছে


Belgian soldiers patrol outside the central train station where a suspect package was found, in Brussels, Belgium, June 19, 2016.
Belgian soldiers patrol outside the central train station where a suspect package was found, in Brussels, Belgium, June 19, 2016.

বেলজিয়ামে পুলিশ দেশব্যাপী বহু বাড়িতে তল্লাশি চালায়। অভিশংসকরা বলেছেন শনিবার রাতে সন্দেহভাজন ৩ জনের বিরুদ্ধে তারা সন্ত্রাসী তৎপরতার অভিযোগ দায়ের করেছে। তার আগে তাৎক্ষনিক আসন্ন হামলার যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল তা পর্যালোচনার জন্য, দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রী চারলস মিশেল বলেন বেলজিয়াম প্রতিটি ঘন্টায় কড়া নজর রাখবে। শনিবার বেলজিয়ামের ২০১৬ সালের ইউরো ফুটবল খেলায় উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। অনেকে আশংকা করেছিলেন যে চরমপন্থীরা ওই খেলাকে তাদের সন্ত্রাসী তৎপরতার লক্ষ্যবস্তু করবে।

পুলিশ প্রধানত ব্রাসেলস এর আশপাশের ১৬টি পৌর এলাকার ঘর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদের মধ্যে পরে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৯জনকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়।

XS
SM
MD
LG