অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস হামলায় দুই সন্দেহভাজন দোষী সাব্যস্ত, ২০ বছরের কারাদন্ড


A picture taken with a smartphone on June 17, 2016 shows Belgian police officers standing guard in the Kazernelaan - Avenue des Casernes, in the district of Etterbeek, in Brussels, where terrorists Osama Krayem and Khalid El Bakraoui lived before the atta
A picture taken with a smartphone on June 17, 2016 shows Belgian police officers standing guard in the Kazernelaan - Avenue des Casernes, in the district of Etterbeek, in Brussels, where terrorists Osama Krayem and Khalid El Bakraoui lived before the atta

বেলজিয়ামের এক আদালত, দুই ব্যক্তিকে, সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র করার জন্য ২০ বছরের কারাদন্ড দিয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে ব্রাসেল্সে এক গুলি চালনার ঘটনার সঙ্গে ওই ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতা ছিল।

সালাহ আব্দুসসালেম এবং সোফিয়েন আয়ারি দুজনের একজনও আদালতে উপস্থিত ছিল না যখন রায় দেওয়া হয়।

সালাহ আব্দুসসালেম একটি ফরাসী কারাগারে আটক অবস্থায় আছে। ২০১৫ সালের নভেম্বর মাসে প্যারিসে ইসলামিক স্টেটের এক হামায় তার ভূমিকার জন্য সে কারাবন্দী অবস্থায় আছে।

অভিশংসকরা বলেছেন আইএসের আত্মঘাতী টিমের তিনিই একমাত্র সদস্য যিনি প্রাণে বেচেছেন।

আদালতে কড়া নিরাপত্তা আরোপ করা ছিল যদিও দুই আসামী সেখানে উপস্থিত ছিল না।

XS
SM
MD
LG