অ্যাকসেসিবিলিটি লিংক

বেলজিয়ামে মুখ ঢাকা নিষিদ্ধ


বেলজিয়াম মঙ্গলবার থেকে মুখমণ্ডল সম্পূর্ণ ঢাকা যে নিষিদ্ধ কার্যকর করেছে তা ইউরোপের একটি শীর্ষস্থানীয় আদালত সমর্থন করল। ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বেলজিয়াম সরকারের সংগের মুখ সম্পূর্ণ ভাবে পর্দার ভেতরে আড়াল করা বা অবগুণ্ঠিত করার বিষয়ে সহমত পোষণ করেছে।

দু’জন মহিলা মুখ ঢাকার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে পক্ষপাত মূলক এবং ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে তারা একটি মামলা দায়ের করে ছিল।

ফ্রান্সের এক আদালতে ২০১১ সালের আইনটি গণতান্ত্রিক সমাজের জন্য প্রয়োজনীয় এবং মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাত মূলক বা অসামঞ্জস্যপূর্ণ নয় বলে রায় দেয়। বেলজিয়ামে জনসমক্ষে বোরকায় সম্পূর্ণ অথবা অংশত মুখ ঢাকা বেআইনি। এর কারণ হিসেবে বলা হয়েছে মুখ ঢেকে যে কেউই তার পরিচয় লুকোতে পারে।

XS
SM
MD
LG