যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ উন্নয়ন প্রয়াস সম্মেলনে দ্বিতীয় দিনে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট এর বক্তব্য পড়ে শোনান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার এবং আমেরিকান সেন্টারের পরিচালক ড্যান ম্যাককানেল। এসময় তিনি জানান—প্রেসিডেন্ট বারাক ওবামার উন্নয়ন প্রচেষ্টার তিনটি প্রধান ইস্যু—বৈশ্বিক জলবায়ু ও স্বাস্থ্য সমস্যা এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ন দেশ। এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। সান ফ্রান্সিসকো থেকে সেলিম হোসেনের রিপোর্ট।