অ্যাকসেসিবিলিটি লিংক

ভবিষ্যতের ভূত অবিলম্বে দেখানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট


bhobishoter bhoot
bhobishoter bhoot

গত মাসে রিলিজের পরদিনই হল থেকে তুলে নেওয়া ভবিষ্যতের ভূত ছবিটিকে অবিলম্বে আবার দেখানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ১৫ই ফেব্রুয়ারি অনীক দত্ত পরিচালিত ব্যঙ্গাত্মক ছবি ভবিষ্যতের ভূত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হলে মুক্তি পেয়েছিল। কিন্তু তার পরদিনই রহস্যজনক ভাবে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ কারও হস্তক্ষেপে ছবিটি কলকাতার সবক'টি হল থেকে তুলে নেওয়া হয়। যাঁরা অগ্রিম টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হলেও হলগুলোর পক্ষ থেকে ওই আভাসটুকু ছাড়া আকস্মিক এই কাজের আর কোনও কারণ দেখানো হয়নি। এর প্রতিবাদে এবং ছবিটি হলে ফিরিয়ে আনার দাবিতে শহরের বিশিষ্ট ব্যক্তিরা মিটিং মিছিল করলেও কোনও নড়চড় হয়নি। শেষ পর্যন্ত ছবির প্রযোজক আদালতে যান। প্রথমে কলকাতা হাইকোর্ট, তার পরে সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার ১৫ই মার্চ, ঠিক একমাস পরে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, কোনও চলচ্চিত্র প্রদর্শনের উপযুক্ত বলে সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পর সেটা আটকানো বেআইনি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবিলম্বে ভবিষ্যতের ভূত হলগুলোতে ফিরিয়ে এনে নির্বিঘ্নে দেখানোর ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন।

এই সম্পর্কে বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে।

XS
SM
MD
LG