থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের মরদেহ ব্যাংককের গ্রান্ড প্যালেস এ পৌঁছাবার পর ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালং করন তা গ্রহণ করেন I তাঁর বোন মাহা চাক্রি সিরিন্দরনকে নিয়ে ক্রাউন প্রিন্স শোভাযাত্রায় নেতৃত্ব দেন I শোকার্ত জনতা পথের পাশে চোখের জল ফেলে তাদের প্রাণ প্রিয় রাজাকে শেষ শ্রদ্ধা জানান I
রাজার মৃত্যুতে থাইল্যান্ডের ছ কোটি সত্তর লক্ষ জনগণ এক বছরের শোক পালন করবেন I প্রেসিডেন্ট ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতিসংঘ মহাসচীবসহ বিশ্বের নেতৃবর্গ রাজার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন I