অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব-উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী


পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বিতর্কের মুখে পড়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ বার তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভি‌যোগ। শুধু তাই নয়, তিনি অধ্যাপকদের উদ্দেশে কটূক্তি করেছেন বলেও অভিযোগ। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে।সংশ্লিষ্ট সূত্রের খবর, গত ১৫ মার্চ গুগল মিটে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠক ছিল উপাচার্যের। সেই বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি বলেই খবর।

বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব-উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
please wait

No media source currently available

0:00 0:01:06 0:00


অডিওতে শোনা গিয়েছে, বৈঠকের শুরু থেকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেজাজ ছিল চড়া। একের পর এক অশালীন মন্তব্য করতেও শোনা যায় তাঁকে। কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন। তাঁদের ভিতু বলে মন্তব্য করতে শোনা যায় বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্যে। ওনাকে বলতে শোনা যায়, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।” বলেও মন্তব্য করেন তিনি।

XS
SM
MD
LG