অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বাইডেন এখন জাপানে


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ার তিনটি দেশ সফরের শুরুতে জাপানে পৌছন। চীনের নব ঘোষিত আকাশ পথ প্রতিরক্ষা এলাকাকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ায় ওই সফরের লক্ষ্য প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ক্ষমতার বিষয়টি পুনর্ব্যাক্ত করা, আমেরিকান অর্থনৈতিক স্বার্থ তুলে ধরা এবং ওই অঞ্চলে বৈদেশিক নীতিতে পুনরায় ভারসাম্য আনার বিষযে ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রদর্শন করা।

বাইডেন মঙ্গলবার টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবে এবং অন্যান্য জাপানী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বুধবার বেজিং এর উদ্দেশ্যে রওনা হবেন।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট চীনা রাজধানীতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যা্ন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন যেমন আঞ্চলিক উত্তেজনার বিষয় সহ যে সব বিষযে উদ্বেগ রয়েছে সেই সব বিষয় নিয়ে।

XS
SM
MD
LG