অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান প্রশ্নে একমত হলেন বাইডেন-এরদোয়ান 


যুক্তরাষ্টের জাতীয় উপদেষ্টা জেইক সুলিভান বৃহস্পতিবার বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েফ এরদোয়ান, গত সপ্তাহে আলোচনায় সম্মত হয়েছেন যে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমান বন্দরের নিরাপত্তায় শীর্ষ ভূমিকা রাখতে পারেI

তবে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের এস-৪০০ যুদ্ধাস্ত্র নিয়ে যে দীর্ঘদিনের বিরোধ এবং যাতে দুটি দেশের সম্পর্ক তিক্তকর হয়েছে, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবেI উপদেষ্টা সুলিভান বলেন, দুই প্রেসিডেন্ট আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেনI উপদেষ্টা সুলিভান বলেন কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের ভূমিকা নিয়ে দুই নেতা, স্পষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, এখন কি করে তা বাস্তবায়িত হবে সেটাই নির্ধারণ করা হচ্ছেI

কাবুল বিমান বন্দরের সুরক্ষার বিষয়টি আফগানিস্তানের কূটনৈতিক মিশনের কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজনের নিরাপত্তার কারণে অতীব গুরুত্বপূর্ণI

XS
SM
MD
LG