অ্যাকসেসিবিলিটি লিংক

অভিষেকের প্রাক্কালেই কভিড ১৯ ‘এ নিহতদের প্রতি বাইডেন-হ্যারিসের শ্রদ্ধা নিবেদন


অভিষেকের প্রাক্কালেই নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আজ সেই চার লক্ষ আমেরিকানের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন যাঁরা কভিড ১৯ ‘এ প্রাণ হারিয়েছেন। তাঁদের সঙ্গে তাঁদের স্ত্রী ও স্বামী যথাক্রমে জিল বাইডেন ও ডউগ এমহফও যোগ দেবেন। তাঁরা ঠিক ক্যাপিটল ভবনের উল্টোদিকে , ন্যাশনাল মল বা জাতীয় উদ্যানের অপর প্রান্তে লিংকন মেমোরিয়ালের প্রতিবিম্বিত জলরাশির পাশে ৪০০ টি বাতি জ্বালাবেন।

অভিষেকের প্রাক্কালেই নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আজ সেই চার লক্ষ আমেরিকানের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন যাঁরা কভিড ১৯ ‘এ প্রাণ হারিয়েছেন। তাঁদের সঙ্গে তাঁদের স্ত্রী ও স্বামী যথাক্রমে জিল বাইডেন ও ডউগ এমহফও যোগ দেবেন। তাঁরা ঠিক ক্যাপিটল ভবনের উল্টোদিকে , ন্যাশনাল মল বা জাতীয় উদ্যানের অপর প্রান্তে লিংকন মেমোরিয়ালের প্রতিবিম্বিত জলরাশির পাশে ৪০০ টি বাতি জ্বালাবেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থান যেমন নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং সিয়েটেলের স্টেট নিডল ‘এ ও আলোক সজ্জা করা হবে। বাইডেনের অভিষেক কমিটি বলেছে আরও শত শত শহর , সম্প্রদায় এবং আদিবাসী জাতীয় একতার এই মূহুর্তটিতে যুক্ত হবে।

বাইডেন এবং হ্যারিস তাঁদের প্রশাসনের গোড়া থেকেই কভিড ১৯ ‘কে মোকাবিলা করার উপর সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাঁদের লক্ষ্য হচ্ছে তাঁদের প্রশাসনের প্রথম ১০০ দিনেই দশ কোটি লোককে টীকা প্রদান এবং সেই সঙ্গে তাঁদের সাহায্য দেয়া যাঁরা এই মহামারির অর্থনৈতিক প্রতিক্রিয়ার কারণে অসুবিধার সম্মুখীন হয়েছেন।

আজই বাইডেন মনোনীত শীর্ষ কর্মকর্তাদের স্বপদে নিশ্চিত করার জন্য সেনেটের শুনানি শুরু হচ্ছে । আজ যাঁরা এ ব্যাপারে সেনেট কমিটির সামনে হাজির হচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন বাইডেন মনোনীত অর্থ মন্ত্রী জ্যানেট ইয়েলেন , মনোনীত পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন , মনোনীত স্বদেশ ভূমি সুরক্ষা মন্ত্রী আলেয়ান্দ্রো মায়োর্কাস এবং জাতীয় গোয়েন্দা বিভাগের মনোনীত পরিচালক অ্যাভ্রিল হেইনস।

XS
SM
MD
LG