অ্যাকসেসিবিলিটি লিংক

“এই তো সাহায্য এখানেই “ শীর্ষক সফরে বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার তাঁর এক লক্ষ নব্বই হাজার কোটি মূল্যের করোনাভাইরাসের জন্য থোক সহায়তার বিষয়টি তুলে ধরার লক্ষ্যে ফিল্যাডেলফিয়ার শহরতলীতে সফর করেছেন। প্রেসিডেন্ট পেনসিলভেনিয়ার চেস্টারে একটি মেঝে তৈরির কোম্পানির সংখ্যালঘু মালিকদের বলেন , “ আমরা এখন এমন এক অবস্থানে পৌঁছেছি যার ফলে তাত্ক্ষণিক ত্রাণ পাওয়া যাবে। আপনাদের জানা দরকার সত্যি সত্যিই সহায়তা আসছে”। জাতীয় জরিপে দেখা গেছে যে এই ত্রাণ সহায়তা ব্যাপক সমর্থন পেয়েছে এমকী রিপাবলিকানদের মধ্যেও ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার তাঁর এক লক্ষ নব্বই হাজার কোটি মূল্যের করোনাভাইরাসের জন্য থোক সহায়তার বিষয়টি তুলে ধরার লক্ষ্যে ফিল্যাডেলফিয়ার শহরতলীতে সফর করেছেন। প্রেসিডেন্ট পেনসিলভেনিয়ার চেস্টারে একটি মেঝে তৈরির কোম্পানির সংখ্যালঘু মালিকদের বলেন , “ আমরা এখন এমন এক অবস্থানে পৌঁছেছি যার ফলে তাত্ক্ষণিক ত্রাণ পাওয়া যাবে। আপনাদের জানা দরকার সত্যি সত্যিই সহায়তা আসছে”। জাতীয় জরিপে দেখা গেছে যে এই ত্রাণ সহায়তা ব্যাপক সমর্থন পেয়েছে এমকী রিপাবলিকানদের মধ্যেও । তবে বাইডেনের এই সপ্তার সফর হচ্ছে “এই তো সাহায্য এখানেই” শীর্ষক সফরের অংশ আর তাতে বোঝা যায় যে তিনি এই সহায়তার জনপ্রিয়তাকে নিশ্চিত ভাবেই নিচ্ছেন না।

এ দিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তাঁর স্বামী ডৌগ এমহফও এই প্রচেষ্টায় অংশ নিচ্ছেন।তাঁরা কলোরেডোতে ক্ষুদ্র ব্যবসার মালিকদের সঙ্গে দেখা করেছেন। বাইডেন ও হ্যারিস উভয়ই শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় যাবেন। আজ হোয়াইট হাউজ তাদের প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন আমেরিকায় বিনিয়োগ করতে, আরও কয়েক লক্ষ ভাল বেতনের চাকরির সুযোগ সৃষ্টির জন্য এবং আগের চাইতে আরও ভাল ভাবে পূণনির্মানের জন্য তাঁর অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা তুলে ধরবেন।

XS
SM
MD
LG