অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের অভিষেক : ট্রাম্পের বিদায়


নানা জল্পনা কল্পনা শেষে হোয়াইট হাউস ছাড়লেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উড়ে যান মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে। সেখানে ছোট পরিসরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দেন ডনাল্ড ট্রাম্প। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে শেষবারের মতো হোয়াইট হাউস ছেড়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণ পরই শপথ নেবেন জো বাইডেন। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ৪৫) শপথ অনুষ্ঠিত হবে। শপথ নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউজে উঠবেন।

এর ১০ মিনিট আগে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ কমলা হ্যারিসও আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

XS
SM
MD
LG