অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় অংশীদারদের পাশে রেখেই বাইডেন পুতিনের সঙ্গে বৈঠক করবেন 


প্রেসিডেন্ট বাইডেন, আসন্ন ইউরোপ সফরে জেনিভায়, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় শরিকদের পাশে রেখে বৈঠক করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেনI

প্রেসিডেন্ট বাইডেন, বুধবার ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেনI এই সফরে তিনি লন্ডনে জি-৭ সম্মেলন এবং ব্রাসেলসে নেটো সম্মেলন এবং জেনিভায় ১৬ই জুন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেনI

প্রেসিডেন্ট পুতিন যদিও বলে থাকেন, আমেরিকার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তবে বর্তমানে দুটি দেশের সম্পর্ক সবনিম্ন পর্যায়ে থাকায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেনI বর্তমানে দুটি দেশের মধ্যে হ্যাকিং, মানবাধিকার এবং ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের কারণে চরম উত্তেজনা বিরাজ করছেI

'দি ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় সম্পাদকীয়তে প্রেসিডেন্ট বাইডেন, মস্কো ও চীনের বর্ধিত হুমকির মুখে আমেরিকার গণতান্ত্রিক জোটকে সমুন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেনI

XS
SM
MD
LG