অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেন আজ আফগান নেতাদের স্বাগত জানাবেন 


প্রেসিডেন্ট বাইডেন, আজ শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট, আশরাফ গণি ও প্রধান শান্তি আলোচক, আব্দাল্লাহ আব্দাল্লাহকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেনI ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও নেটো জোটের সেনা প্রত্যাহারের পটভূমিতে, আফগান নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের মুখোমুখি আলোচনা হতে চলেছেI

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, আফগান নেতাদের স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করবেনI

আফগান দুই নেতা, বৃহস্পতিবার ওয়াশিংটনে এসে পৌঁছান এবং পরে দুই সেনেটর, চাক শুমার ও মিচ মেকনেলের সঙ্গে সাক্ষাৎ করেনI প্রেসিডেন্ট গণির সহযোগীরা আভাস দিয়েছেন যে, তিনি সেনা প্রত্যাহারের পর দুটি দেশের ভবিষ্যৎ সম্পর্ক ও আফগান নিরাপত্তা বাহিনীর প্রতি অব্যাহত সহায়তার বিষয়গুলি উত্থাপন করবেনI

আফগানিস্তানে পহেলা মে থেকে সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর, অভাবনীয়ভাবে আফগান নিরাপত্তা বাহিনী ও তালিবান বিদ্রোহীদের লড়াই বৃদ্ধি পেয়েছে, যে সহিংসতা মন্থর গতির যুক্তরাষ্ট্র পরিচালিত শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছেIবিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে কয়েক ডজন নুতন শহর দখল করে নেয় দু'পক্ষের মাত্রাতিরিক্ত হতাহতের বিনিময়েI তবে দুঃখজনকভাবে আফগান জনগণই
দীর্ঘস্থায়ী যুদ্ধের বোঝা বয়ে চলেছেনI

XS
SM
MD
LG